বার্তা সংস্থা ইকনা: সীদোনের শহরে দৃষ্টি প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ও আঞ্জুমানে ব্রেইল বর্ণমালায় ২৪ খণ্ড পবিত্র কুরআন অনুদান করেছে কুয়েতের "আলো-ফুরকান” ইন্সটিটিউট।
সীউন শহরের স্থানীয় কাউন্সিলের সদস্য ‘আওয়াজ হাদী বাজবার’ উক্ত কুরআন শরীফের পাণ্ডুলিপি সমূহ গ্রহণের সময় বলেন: এ পদক্ষেপের মাধ্যমে কুয়েতের "নুরুল-ফুরকান” ইন্সটিটিউট এবং ইয়েমেনের সীউন শহরে দৃষ্টি প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ও আঞ্জুমানে মধ্যকার সম্পর্ক আরও অটুট ও দৃঢ় হয়েছে।
তিনি বলেন: কুয়েতে বসবাসরত ইয়েমেনের পরহেজগার ব্যক্তি ‘হুসাইন আল-সাবাইয়া’ সহায়তায় ইয়েমেনে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এধরণের মূল্যবান হাদিয়া পাওয়া সম্ভব হয়েছে।
আওয়াজ হাদী বাজবার আরও বলেছেন: কুয়েতের "আলো-ফুরকান” ইন্সটিটিউট প্রথম বারের মত ইয়েমেনের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পবিত্র কুরআন অনুদান করেছে এবং আমি আশা করছি উক্ত ইন্সটিটিউট ভবিষ্যতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তাফসির ও ইতিহাস সহ ধর্মীয় গ্রন্থসমূহ অনুদান করবে।