IQNA

১৩ই রজব উপলক্ষে ফুলে সজ্জিত হচ্ছে আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র মাযার + ছবি

19:38 - April 20, 2016
সংবাদ: 2600639
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর পবিত্র মাযার ফুল দ্বারা সুসজ্জিত করা হচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: ১৩ই রজব তথা আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর পবিত্র মাযার অভ্যন্তরীণ এবং বহিরাগত প্রাঙ্গণ সমূহ ফুল দ্বারা সুসজ্জিত করা হচ্ছে।

এছাড়াও সাদা এবং সবুজ পতাকাও তার মাযারে উত্তোলন কর হয়েছে।

বলাবাহুল্য, রজব মাসের ১৩ তারিখে পবিত্র কাবা ঘরে ইমাম আলী (আ.)এর জন্ম হয়। আর এ উপলক্ষে আগামীকাল ২১শে এপ্রিল ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের জিয়ারতকারীদের মাঝে ৬ হাজারের অধিক ফুল বিতরণ করা হবে।

Iqna

১৩ই রজব উপলক্ষে ফুলে সজ্জিত হচ্ছে আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র মাযার + ছবি১৩ই রজব উপলক্ষে ফুলে সজ্জিত হচ্ছে আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র মাযার + ছবি১৩ই রজব উপলক্ষে ফুলে সজ্জিত হচ্ছে আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র মাযার + ছবি১৩ই রজব উপলক্ষে ফুলে সজ্জিত হচ্ছে আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র মাযার + ছবি

captcha