বার্তা সংস্থা ইকনা: ১৩ই রজব তথা আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর পবিত্র মাযার অভ্যন্তরীণ এবং বহিরাগত প্রাঙ্গণ সমূহ ফুল দ্বারা সুসজ্জিত করা হচ্ছে।
এছাড়াও সাদা এবং সবুজ পতাকাও তার মাযারে উত্তোলন কর হয়েছে।
বলাবাহুল্য, রজব মাসের ১৩ তারিখে পবিত্র কাবা ঘরে ইমাম আলী (আ.)এর জন্ম হয়। আর এ উপলক্ষে আগামীকাল ২১শে এপ্রিল ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের জিয়ারতকারীদের মাঝে ৬ হাজারের অধিক ফুল বিতরণ করা হবে।