একটি দোয়া হচ্ছে নাহিয়া মোকাদ্দাস যা ইমাম মাহদীর বিশেষ প্রতিনিধি মুহাম্মাদ বিন উসমান বিন সাইদ ইমাম মাহদী(আ.) থেকে বর্ণনা করেছেন। «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِمَعَانِي جَمِيعِ مَا يَدْعُوكَ بِهِ وُلاَةُ أَمْرِكَ...
হে আল্লাহ! আপনার আওলিয়াগণ যার মাধ্যমে আপনাকে ডাকতেন তার মাদ্যমে আমি আপনাকে ডাকছি।
মাফাতিহুল জিনানে ইমাম মাহদী(আ.) থেকে রজব মাসের আরেকটি দোয়া বর্ণিত হয়েছে: «لَا فَرْقَ بَيْنَكَ وَ بَيْنَهَا إلَّا أَنَّهُمْ عِبَادُكَ وَ خَلْقُكَ؛
হে আল্লাহ আপনার সাথে রাসূল(সা.) ও তার পবিত্র আহলে বাইতের কোন তফাত নেই শুধুমাত্র তারা হচ্ছেন আপনার সৃষ্টি আর আপনি হচ্ছেন শ্রষ্টা।
হুজ্জাতুল ইসলাম রামাজান আলীযাদেহ বলেন, এই দোয়া থেকে বোঝা যায় যে, যারা ইমামত সম্পর্কে অতিরঞ্জিত করে তাদের জন্য জবাব দেয়া হেয়ছে। কেননা এই দোয়াতে তাদেরকে সৃষ্টি আর আল্লাহকে তাদের শ্রষ্টা হিসাবে পরিচয় করানো হয়েছে।
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) নৈতিক চরিত্রকে পূর্ণতায় পৌছানোর জন্য প্রেরিত হয়েছিলেন। ইমাম মাহদীও নৈতিক চরিত্রকে পূর্ণতায় পৌছাবেন।
মহানবী হযরত মুহাম্মাদ(সা.)শিরিক, মুর্তিপুজার বিরুদ্ধে লড়াই করেছিলেন ইমাম মাহদীও সকল প্রকার অন্যায়, শিরক ও বিদয়ারেত বিরুদ্ধে লড়াই করবেন।