IQNA

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম ঘোষণা / চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন বাংলাদেশী প্রতিনিধি

23:31 - April 20, 2016
সংবাদ: 2600643
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে হেফজ, তিলাওয়াত ও তাজবিদ বিভাগে "কুয়েত অ্যাওয়ার্ড" শিরোনামে ৭ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাতকারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি 'ইব্রাহীম ফালাহ তাবাস্সুম চেহরাহ' কুয়েত অ্যাওয়ার্ড" শিরোনামে ৭ম আন্তর্জাতিক করআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম প্রকাশ করেছেন।

'ইব্রাহীম ফালাহ তাবাস্সুম চেহরাহ'র দেয়া প্রতিবেদন অনুযায়ী উক্ত করআন প্রতিযোগিতায় তিলাওয়াত বিভাগে তিনি তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন। কুয়েত অ্যাওয়ার্ড" ৭ম আন্তর্জাতিক করআন প্রতিযোগিতার হেফজ বিভাগে ইরানের প্রতিনিধি হিসেবে মুহাম্মদ মাহমুদ অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় তিনি সফলকামী হতে পারেননি।


হেফজ বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থানে উত্তীর্ণদের নাম

প্রথম স্থান: লিবিয়ার ২৩ বছরের প্রতিনিধি "মাহমুদ সুলেইমান আল-মাবরুক ইদ্রিস"

দ্বিতীয় স্থানে: সৌদি আরবের ১৮ বছরের প্রতিনিধি "ফয়সাল ইবনে মুহাম্মদ ইবনে মোযা'ল আল হারিস"

তৃতীয় স্থান: আমেরিকার ১৪ বছরের প্রতিনিধি "আদিন শাহজাদ"

চতুর্থ: বাংলাদেশের ১৩ বছরের প্রতিনিধি "মুহাম্মদ জাকারিয়া"। দেশের এই ছোট্ট হাফেজ নিখুঁত ভাবে হেফজ এবং সুললিত কণ্ঠে করআন তিলাওয়াতের মাধ্যমে উপস্থিত দর্শকমণ্ডলীর মন জয় করেছেন এবং এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানের অধিকারী হয়ে বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেনে।

পঞ্চম: সুইডেনের ১৮ বছরের প্রতিনিধি "হারুন হাসান আবদি"।


তাজবিদ সহকারে তিলাওয়াত বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থানে উত্তীর্ণদের নাম

প্রথম স্থান: মালয়েশিয়ার ৩৭ বছরের প্রতিনিধি "আব্দুল খায়ের ইবনে জলিল"

দ্বিতীয় স্থানে: আলজেরিয়া ৩০ বছরের প্রতিনিধি "মোহাম্মাদ টুমি বুশুশা"

তৃতীয় স্থান: ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৩৫ বছরের প্রতিনিধি " ইব্রাহিম ফালাহ তাবাস্সুম চেহরাহ"

চতুর্থ: কুয়েতের প্রতিনিধি "যায়েদ সুলাইমান আলী মোহাম্মদ"

পঞ্চম: তুরস্ক ২২ বছরের প্রতিনিধি " মোহাম্মাদ সিজান"

"কুয়েত অ্যাওয়ার্ড" ৭ম আন্তর্জাতিক করআন প্রতিযোগিতার তৃতিয় বিভাগ হিসেবে "দশম পন্থায় তিলাওয়াত" নির্ধারণ করা হয়েছিল এবং এই বিভাগে কিছু দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানের উত্তীর্ণদের নাম যথাক্রমে:

প্রথম স্থান: লেবাননের ৩৩ বছরের প্রতিনিধি "উসমান আহমাদ নাজদ"

দ্বিতীয় স্থান: চাদ প্রজাতন্ত্রের ২২ বছরের প্রতিনিধি "মুনির খাজার আজাব আদ-দুর"

তৃতীয় স্থান: সোমালিয়ার ২৯ বছরের প্রতিনিধি "ইসমাইল শাম ইসমাইল"।

হেফজ, তিলাওয়াত ও তাজবিদ বিভাগে "কুয়েত অ্যাওয়ার্ড" শিরোনামে ৭ম আন্তর্জাতিক করআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান অ্যামি্পথিয়েটার হাউসের মিলনায়তন "বায়ান"-এ আজ (২০শে এপ্রিল) সকালে কুয়েতের বাদশাহ "সাবাহ আহমেদ আল-জাবের আল-সাবাহ" এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত 'আলী রেজা এনায়েতী'র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

Iqna


captcha