বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে মিশরের রাজধানী কায়রোর সাইয়্যেদা জয়নাব নামক অঞ্চলে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উৎসব মাহফিলে সুফি মতালম্বি ইন্টারন্যাশনাল ইউনিয়নের প্রধান শেখ আলা আবুল আযায়েম এবং শেখ তারিকাত আযমিয়া উপস্থিত ছিলেন।