বার্তা সংস্থা ইকনা: প্রতিযোগিতার প্রথম দিনে তিলাওয়াত বিভাগে মালদ্বীপের 'ইব্রাহীম শাফায় ইবনে মুসা সালিম' সূরা ইব্রাহিম, মরক্কোর 'সালমা বুনিয়মান' সূরা রা'দ, পাকিস্তানের 'গুলজার আহমেদ' সূরা ইসরা এবং কম্বোডিয়া থেকে 'আসিয়া বিনতে ইসমাঈল' সূরা তাহার আয়াত তিলাওয়াত করেছেন।
এছাড়াও মরক্কোর 'মায়াজুদ দাওয়িক' সূরা আনআম, ইন্দোনেশিয়ার 'আল ইনসিয়া মুস্তি লিস্তালুহার' সূরা সাবা, কানাডার 'মুহাম্মাদ মুজাম্মেল হুসাইন' সূরা রুম, তুরস্কের 'মুহাম্মাদ সাগির সূরা মু'মিনুন, ভিয়েতনামের 'ইনসিয়া যিমাতুল বিনতে মুসা' সূরা নাহল এবং হংকং থেকে 'আম্মার খান সূরা নুরের আয়াত তিলাওয়াত করেছেন।
কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড সেন্টারে স্থানীয় সময় ২০টা থেকে ২৩ পর্যন্ত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিবিদ এবং রাষ্ট্রদূত ছাড়াও সেদেশের রাজা আব্দুল হালিম মুয়াজ্জাম শাহ উপস্থিত ছিলেন।
৫৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ৮ম মে পর্যন্ত একাধারে অব্যাহত থাকবে। উক্ত প্রতিযোগিতায় ৬৯টি দেশের প্রতিযোগীগণ একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন।
Iqna