IQNA

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হেফজ বিভাগের পর্ব শেষ

15:00 - May 05, 2016
সংবাদ: 2600724
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিন অতিবাহিত হওয়ার পর মালয়েশিয়ার ৫৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হেফজ বিভাগের পর্ব শেষে হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হেফজ বিভাগের পর্ব আজ (৫ম মে) ১২টাই শেষ হয়েছে।
হেফজ বিভাগের প্রতিযোগিতা মঙ্গলবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকালের অধিবেশনে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগীরা বিচারকমণ্ডলীর প্রশ্নের উত্তর দিয়েছেন।
প্রতিযোগিতার তৃতীয় দিনের সকালের অধিবেশনে মৌরিতানিয়া, নেদারল্যান্ডস, মিশর, গিনি, আমেরিকা এবং কাতারের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।
৫৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অধিকাংশ দেশই হেফজ বিভাগে অংশগ্রহণ করেছে। তবে ইরান হেফজ বিভাগে অংশগ্রহণ করেনি।  
মালয়েশিয়ার ৫৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফলাফল শনিবার (৭ম মে) সমাপনই অনুষ্ঠানে ঘোষণা করা হবে।
iqna

ট্যাগ্সসমূহ: মালয়েশিয়ায় ، কোরআন ، ইরান
captcha