
বার্তা সংস্থা ইকনা: আলী জুমা গত শনিবার (১০ম মে) CBC চ্যানেলে এক সাক্ষাতকারে বলেছেনে: ইসলাম ধর্মে বলা হয়েছে, যদি কোন ব্যক্তি একা খাদ্য খায় তাহলে হাত দিয়ে খাদ্য খাওয়া উত্তম। অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে খাদ্য মুখে দেওয়া উত্তম; তবে খাদ্য খাওয়ার সময় ছুরি ও কাঁটাচামচ ব্যবহার করতে কোন সমস্যা নেই।
জুমা বলেছেন: কোন মুসলমান যখন একা খাদ্য খায়, তখন ডান হাতের আঙ্গুল দিয়ে খাদ্য মুখে দেওয়া উত্তম; তবে খাদ্য যদি স্যান্ডউইচ মত কিছু হয়, তাহলে এধরনের খাদ্যকে ডান হাত দিয়ে ধরতে হবে এবং বাঁ হাত ব্যবহার না করাই ভালো।
মিশরের সাবেক মুফতি তার ফতোয়ায় আরও বলেছেনে: বাঁ হাত দিয়ে কাঁটাচামচ এবং ডান হাত দিয়ে ছুরি ব্যবহার করে খাদ্য খেলে শরিয়তগত দিক থেকে কোন সমস্যা নেই; কারণ এ পন্থা ব্যবহার করলে আপনি বাঁ হাত দিয়ে খাবার খাচ্ছেন না, বরং ডান হাতদিয়ে খাবার খাচ্ছেন এবং এক্ষেত্রে ডান হাতকে বাঁ হাত সাহায্য করছে।
Iqna