IQNA

৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

19:58 - May 17, 2016
সংবাদ: 2600792
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত ও হেফজ বিভাগের ফলাফল প্রকাশ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় শেষ হওয়ার পর বিচারক মণ্ডলী কর্তৃক উক্ত ফলাফল ঘোষিত হয়েছে;
হেফজ বিভাগে উত্তীর্ণদের নাম
ইরানের মুজতাবা ফার্দফানি
মিশরের আব্দুল আজিজ আহমাদ
অস্ট্রেলিয়ার মোহাম্মাদ আলী আবদুল্লাহ
আইভরি কোস্টের খালিদ সাঙ্গারী
নাইজারের মোহাম্মদ তাহা হাসান

তিলাওয়াত বিভাগে উত্তীর্ণদের নাম
ইরানের হামিদ ওয়ালিজাদে
আফগানিস্তানের মোহাম্মাদ জাভেদ আকবার
ইন্দোনেশিয়ার বাহার উদ্দিন সায়িদ
জার্মান থেকে সাইয়্যেদ আব্বাস আলী
হল্যান্ডের মোস্তফা আলী
বালাবাহুল্য, বিচারকদের ঘোষণার পূর্বে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা উত্তীর্ণদের সম্পর্কে বার্তা সংস্থা ইকনা'র বিশেষজ্ঞ মণ্ডলীগণ একটি প্রাথমিক ধারণা করেছিল এবং বিশেষজ্ঞ মণ্ডলীগণ ধারণা সম্পূর্ণরূপে সঠিক হয়েছে।
ইরানের রাজধানী তেহরানের 'মুসাল্লায়ে ইমাম খোমেনি (রহ.)'-তে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানে পবিত্র জুমা ও ঈদের নামাজ আয়োজনের লক্ষ্যে বিশাল যে মাঠ ও কমপ্লেক্স তৈরি করা হয়েছে, তা 'মুসাল্লায়ে ইমাম খোমেনি (রহ.)' নামে পরিচিত। বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ১১ থেকে ১৭ই মে পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

iqna

ট্যাগ্সসমূহ: কুরআন ، ইসলামি ، ইরানে
captcha