বার্তা সংস্থা ইকনা: সিরিয়া বিরোধী এক সংগঠন নিজস্ব ওয়েবসাইটে লিখেছে, যে সকল ব্যক্তি হজ পালন করতে চাই, অবশ্যই তাদের নীচের শর্তগুলো পালন করতে হবে:
- দায়েশের সদস্যদের নিকট হতে দুটি পরিচয় পত্র গ্রহণ
- যদি ফিরে না আসে তাহলে তার সকল সম্পত্তি দায়েশকে হস্তান্তর করার উকালাতনামা।
-৩৬ বা তার অধিক বয়স হতে হবে।
এছাড়াও, চলতি বছরে যারা হজে যেতে ইচ্ছুক, তাদের সকল পরিচয় পত্র দায়েশের নিকট জমা দিতে বলেছে।
Iqna