IQNA

কাযেমাইনে সন্ত্রাসী হামলার ব্যর্থ প্রচেষ্টা + ছবি

23:52 - May 25, 2016
সংবাদ: 2600846
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কাযেমাইন শহরে ইমাম কাযেম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)–এর পবিত্র মাযারে আজ (২৫শে মে) সকালে এক সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল। হামলা চালানোর পূর্বে সন্ত্রাসীকে গ্রেফতার করে সেদেশের সামরিক বাহিনী।

বার্তা সংস্থা ইকনা: এই সন্ত্রাসী ইমাম কাযেম (আ.) ও ইমাম জাওয়াদ (আ.)–এর পবিত্র মাযারের ভিতরে হামলা করার চেষ্টা করেছিল। মাযারে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যগণ এই সন্ত্রাসীকে গ্রেফতার করে।

আত্মঘাতী হামলাকারীর গ্রেফতারের ছবি ফেসবুকে প্রকাশ হয়েছে। এই সন্ত্রাসী নিজের কোমরে বিস্ফোরক বেল্ট বেধে মাযারের ভিতরে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু নিরাপত্তা কর্মী মাযারে প্রবেশ পথে চেক করার সময় বিষয়টি টের পায় এবং আত্মঘাতী হামলাকারীর গ্রেফতার করে।

এ বিষয়ে বাগদাদের পুলিশ কমান্ডর "শাগের জুদাত" বলেন: গ্রেফতারকৃত সন্ত্রাসী দায়ের অন্তর্গত 'বেলায়েতে নেয়নাওয়া' সন্ত্রাসী গ্রুপের সদস্য।
নিজের জীবন বাজি রেখে আত্মঘাতী হামলাকারীকে যে পুলিশ সদস্য গ্রেফতার করেছে, তাকে সম্মাননা প্রদর্শনের নির্দেশ দিয়েছে ইরাকে সশস্ত্র বাহিনীর কমান্ডার হায়দার আল এবাদী।

Iqna




captcha