IQNA

'মোহাম্মাদ আলী'র ইন্তেকালে সমবেদনা জানিয়েছে ISESCO

19:21 - June 05, 2016
সংবাদ: 2600908
আন্তর্জাতিক ডেস্ক: সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর পরলোক গমনের কারণে বিজ্ঞান, সংস্কৃতি ও ইসলামী শিক্ষা সংস্থা (ISESCO) শোক বানী প্রদান করেছে।


বার্তা সংস্থা ইকনা: ISESCO মহাপরিচালক 'আব্দুল ওসমান আল-তওয়াইজরি এক বিবৃতিতে বলেন: একজন মুসলিম ক্রীড়াবিদের জন্য মোহাম্মাদ আলী একজন উত্তম আদর্শ। কারণ তিনি ইসলামী মূল্যবোধ এবং নীতিশাস্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

তিনি আরও বলেন: মোহাম্মাদ আলী ইসলাম ধর্মের আইনের প্রতি সম্মান প্রদর্শন করেছেন এবং এই ধর্মকে বৈশ্বিক করতে নিজের সাধ্য মত চেষ্টা করেছেন। তিনি সর্বদা সকল প্রকার বর্ণবাদ, নিপীড়ন এবং শত্রুতার বিরোধিতা করেছেন।

সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী আমেরিকার আরিজোনা প্রদেশের ফিনিক্স এরিনার একটি হাসপাতালে গতকাল (৪র্থ জুন) পরলোক গমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

Iqna


ট্যাগ্সসমূহ: মোহাম্মাদ ، আলী ، ইকনা
captcha