IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানে কুরআন বিক্রয়ের হার দ্বিগুণ

17:49 - June 08, 2016
সংবাদ: 2600923
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানে ইসলামী গ্রন্থ ও কুরআন বিক্রয়ের হার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।


বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ইসলামী গ্রন্থ ও কুরআন বিক্রয়ের হার দ্বিগুণ থেকে চারগুণ বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানি নাগরিকগণ বিভিন্ন মসজিদে কুরআন অনুদান করা ছাড়াও পবিত্র কুরআনের বিষয়বস্তু এবং সারমর্ম বুঝার জন্য অনেক আগ্রহী প্রকাশ করে থাকেন।

এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন মসজিদ ও কুরআনিক সেন্টারে সাধারণ জনগণের জন্য বিশেষ কোর্স চালু করা হয়েছে।

শুধুমাত্র কুরআন শরিফ বিক্রয়ের হার'ই বৃদ্ধি হয়নি, বরং বিভিন্ন ইসলামী গ্রন্থও দ্বিগুণ হারে বিক্রয় হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বমণ্ডলী, ব্রাশ করার পদ্ধতি ও তসবিহ সহ অন্যান্য গ্রন্থের বিক্রয়ের হার বৃদ্ধি হয়েছে।

বলাবাহুল্য, পাকিস্তানে পবিত্র কুরআনের হাদিয়া ৮০ থেকে ১৫০০ রুপি নির্ধারণ করা হয়েছে।

Iqna



ট্যাগ্সসমূহ: রমজান ، ইসলামী ، কুরআন ، পবিত্র
captcha