বার্তা সংস্থা ইকনা: বিগত ২৫ বছর যাবত পবিত্র রমজান মাসে এধরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বে শান্তি স্থাপন, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত, ঐক্য স্থাপন, সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করণ এবং মানবজাতির জন্য কুরআনের দাওয়াত বিস্তার করার লক্ষ্যে ভারতের বিভিন্ন শহরে কুরআনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।
উক্ত কুরআনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইরান, সুদান, মিশর এবং সৌদি আরব বিশ্বের অন্যান্য দেশের বিখ্যাত ক্বারিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের বিভিন্ন শহরে কুরআনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কুরআন মাহফিলের পাশাপাশি রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার এবং কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠান ভারতের উত্তরাঞ্চলে রমজান মাসের প্রথম দশ দিন অনুষ্ঠিত হচ্ছে এবং অতঃপর হায়দ্রাবাদ ও অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত হবে এবং পবিত্র রমজান মাসের শেষে ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা প্রদেশে অনুষ্ঠিত হবে।
iqna