আন্তর্জাতিক ডেস্ক: আজ (১৩ই জুন) দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতার প্রথম দিনে রাশিয়া, মালদ্বীপ, কাতার, চাদ, ডেনমার্ক, তাজিকিস্তান, বুরুন্ডি ও ইথিওপিয়ার প্রতিনিধিগণ একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন।
বার্তা সংস্থা ইকনা: দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৮ প্রতিযোগীর অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পবিত্র রমজান মাসের ৭ থেকে টানা ১৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। হেফজ বিভাগে উক্ত প্রতিযোগিতা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশ্বের ৯১টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে দুবাই অ্যাওয়ার্ড শিরোনামে ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের 'মুজতাবা আলী রেজালু' অংশগ্রহণ করেছেন।
Iqna