IQNA

ইমাম আলী (আ.)এর শাহাদাত বার্ষিকীতে পাকিস্তানে সরকারী ছুটি ঘোষণা

17:45 - June 14, 2016
সংবাদ: 2600993
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আহলে সুন্নত ও জামায়াতের প্রধান বলেছেন: ইমাম আলী (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানে সরকারী ছুটি ঘোষণা করেছি।
ইমাম আলী (আ.)এর শাহাদাত বার্ষিকীতে পাকিস্তানে সরকারী ছুটি ঘোষণা


বার্তা সংস্থা ইকনা: পেশোয়ার 'জেনারের' সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে ইরানী কালচার সেন্টার ঘোষণা করেছে: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আহলে সুন্নত ও জামায়াতের প্রধান বলেছেন, ২১শে রমজান হযরত আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী; প্রাদেশিক সরকার এই দিনে সরকারী ছুটি ঘোষণা করেছে।

বিগত বছরগুলোই পাকিস্তানে শুধুমাত্র শিয়া মুসলমানেরা হযরত আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২১শে রমজান শোকের দিন ঘোষণা করত এবং বিভিন্ন মসজিদ, হুসাইনিয়া ও রাস্তায় শোকানুষ্ঠান উদযাপন করত।

চলতি বছরে পাকিস্তানের শিয়া মুসলমানদের পাশাপাশি সুন্নি মুসলমানেরাও এই দিনে শোকানুষ্ঠান উদযাপন করবে।

Iqna


ট্যাগ্সসমূহ: পাকিস্তানের ، ইমাম ، আলী
captcha