IQNA

ইকনার স্টলে ইরানের ক্ষুদে কুরআন হাফেজ হান্নানা খালাফীর উপস্থিত

4:36 - June 17, 2016
সংবাদ: 2601011
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রদর্শনীতে সেদেশের ১০ বছরের (কুরআন হাফেজ) হান্নানা খালাফী ইকনার স্টল পরিদর্শন করেছেন।
বার্তা সংস্থা ইকনা: ইরানের এই ক্ষুদে কুরআন হাফেজ বিশ্বের বিভিন্ন দেশে কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন। ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী প্রদর্শনের সময় তিনি ইকনার স্টলও পরিদর্শন করেন। এসময় তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ফার্সি ১৩৮৫ সালের ২২শে আবান মাসে হান্নানা খালাফী জন্মগ্রহণ করেন। ইরানে যে সকল কুরআন হাফেজ রয়েছেন তাদের মধ্যে তিনি প্রথম ধাপের মধ্যে রয়েছেন। ১০ বছরের এই কুরআন বিশেষজ্ঞ বেশ কয়েকটি পন্থায় কুরআন মুখস্থ করেছেন এবং ইরানের ৩৭তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন।

ইকনার স্টলে তার সাথে কথোপকথনের সময় তিনি বলেন: সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাথে এক সাক্ষাতকারে তিনি সর্বোচ্চ নেতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি পবিত্র কুরআনের অনুবাদও মুখস্থ করবেন এবং তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি নিয়মিত ভাবে সময় দিচ্ছেন।

Iqna


captcha