শবে কদর পবিত্র কোরআন নাজিলের রাত। এ রাতে মু'মিনরা সাধারণত কোরআন তেলাওয়াত, নফল নামায আদায় এবং দোওয়া-এ-জোওশানে কাবীর পাঠ সহ এই রাতে নির্ধারিত বিশেষ কিছু আমল রয়েছে। এই সকল আমল এবং মহান আল্লাহর দরবারে মাগফিরাত চাওয়ার মাধ্যমে মুমিন ব্যক্তিরা এই রাতে অতিবাহিত করে।