IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারে পবিত্র লাইলাতুল কদরের অনুষ্ঠান + ছবি

20:11 - June 29, 2016
সংবাদ: 2601084
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর মাজরে আহলে বায়েত (আ.)এর সহস্রাধিক ভক্তদের উপস্থিতিতে পবিত্র লাইলাতুল কদরের আমলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর মাযারে পবিত্র লাইলাতুল কদরের অনুষ্ঠান + ছবি
বার্তা সংস্থা ইনকা: সহস্রাধিক মুমিনী ও যায়েরের উপস্থিতিতে ইমাম হুসাইন (আ.)এর মাজারের প্রাঙ্গণে উক্ত ধর্মীয় অনুষ্ঠিত হয়েছে।

শবে কদর পবিত্র কোরআন নাজিলের রাত। এ রাতে মু'মিনরা সাধারণত কোরআন তেলাওয়াত, নফল নামায আদায় এবং দোওয়া-এ-জোওশানে কাবীর পাঠ সহ এই রাতে নির্ধারিত বিশেষ কিছু আমল রয়েছে। এই সকল আমল এবং মহান আল্লাহর দরবারে মাগফিরাত চাওয়ার মাধ্যমে মুমিন ব্যক্তিরা এই রাতে অতিবাহিত করে।

Iqna



ট্যাগ্সসমূহ: ইমাম ، হুসাইন ، পবিত্র ، কারবালায়
captcha