মৌরিতানিয়ার প্রেসিডেন্টের নামে তথা "মোহাম্মাদ ওয়ালিদ আব্দেল আজিজ" আওয়ার্ড শিরোনামে উক্ত প্রতিযোগিতা শুরু হয়েছে এবং চার দিন যাবত অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে মৌরিতানিয়ার ইসলামিক অ্যাফেয়ার্স এবং বেসিক এডুকেশন মন্ত্রী "আহমাদ ওয়ালিদ আহলে দাউদ" বলেনে: ঐশী গ্রন্থের সেবা, যুবকদের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা বিস্তার এবং পবিত্র কুরআনের সাথে সমাজের সম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্যেই উক্ত কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন: এছাড়াও পবিত্র কুরআনের হাফেজদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি করণ এবং কুরআনিক ব্যক্তিত্বদের সম্মান প্রদর্শন করা এই প্রতিযোগিতার অপর উদ্দেশ্য।