IQNA

রমজান মাসে সামার্রায় ৩ লাখ যায়েরের উপস্থিত

12:52 - July 08, 2016
সংবাদ: 2601153
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী সামার্রায় অবস্থিত ইমাম হাদী (আ.) এবং ইমাম আসকারী (আ.)এর পবিত্র মাযারে রমজান মাসে ৩ লাখে অধিক যায়ের যিয়ারত করেছেন।
রমজান মাসে সামার্রায় ৩ লাখ যায়েরের উপস্থিত

বার্তা সংস্থা ইকনা: ইমাম হাদী (আ.) এবং ইমাম আসকারী (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে ৩ লাখ ৫০ হাজারের অধিক যায়েরের ইফতার ও সেহেরী খাওয়ার জন্য বিশেষ প্যাকেট বিতরণ করা হয়েছে।

মাযার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিসংখ্যান অনুযায়ী ৩ লাখের অধিক যায়ের ইমাম হাদী (আ.) এবং ইমাম আসকারী (আ.)এর পবিত্র মাযার যিয়ারত করতে এসেছেন।

এসকল যায়েরদের ইফতার ও সেহেরীর জন্য পাঁচ প্রকার খাবার বিতরণ করা হয়েছে।

iqna


ট্যাগ্সসমূহ: রমজান ، ইমাম ، আসকারী ، হাদী ، ইকনা ، মাযার
captcha