IQNA

সন্ত্রাসীদের হাতে নিহত হলেন পাকিস্তানের উলেমা কাউন্সিলের প্রতিনিধি

21:46 - July 13, 2016
সংবাদ: 2601190
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উলেমা কাউন্সিলের প্রতিনিধি এবং কর্মকর্তা "শেখ হাবিবুর রহমান"কে সেদেশের করাচী শহরের একটি মসজিদের ভিতরে সন্ত্রাসীরা হত্যা করেছে।
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তান উলেমা কাউন্সিল এক বিবৃতিতে সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের প্রতি হুশিয়ার জানিয়ে উল্লেখ করেছে: এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে যদি কোন অবহেলা করা হয় তাহলে এই কাউন্সিল চুপ করে থাকবে না।

পাকিস্তান উলেমা কাউন্সিলের চেয়ারম্যান "শেখ তাহের মাহমুদ আল-আশরাফ" এবং এই কাউন্সিলের মহাসচিব "শেখ যাহিদ আল-কাসেমী" দেশটির সরকারের নিকট এই হত্যাকাণ্ডের সাথে যার জড়িত রয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।

iqna


ট্যাগ্সসমূহ: পাকিস্তান ، মসজিদের ، ইকনা
captcha