মার্চে পেন্টাগন বলেছিল, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আশ-শাদ্দাদি শহরের কাছে মার্কিন বিমান হামলায় মারা গেছে চেচেন বংশোদ্ভূত ওমর আল-শিশানি। আমাক বার্তা সংস্থায় প্রকাশিত বুধবারের রিপোর্ট সম্পর্কে পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, তারা এ রিপোর্ট সম্পর্কে অবহিত রয়েছেন তবে খবরটি তারা নিশ্চিত করেন নি আবার প্রত্যাখ্যানও করেন নি। এর আগেও কয়েকবার এ ধরনের খবর বের হয়েছে।