IQNA

নয় লাখ অতিরিক্ত মুসল্লির ধারণক্ষমতা তৈরির লক্ষ্য

মসজিদুল হারাম সম্প্রসারণে সৌদি আরবের নতুন মহাপরিকল্পনা

13:38 - October 16, 2025
সংবাদ: 3478258
ইকনা- সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান পবিত্র মক্কায় মসজিদুল হারামের ধারণক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশাল উন্নয়ন প্রকল্প “বাদশাহ সালমান গেট” উদ্বোধন করেছেন।
প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “রুইয়্যা আল হারাম আল মাক্কি” জানিয়েছে, এই উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে মসজিদুল হারামের আঙ্গিনা ও আশপাশের করিডরগুলোতে অতিরিক্ত ৯ লক্ষ মুসল্লি নামাজ আদায়ের সুযোগ পাবেন।
প্রকল্পটি ১২ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত হবে, যা মসজিদুল হারামের সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি মক্কাকে একটি বহুমুখী বৈশ্বিক ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি, দর্শনার্থীদের জন্য মসজিদুল হারামে প্রবেশাধিকার সহজতর করবে।
যদিও প্রকল্পের মোট ব্যয় ও সমাপ্তির সময়সীমা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ভিশনের লক্ষ্য হলো দেশটির অর্থনীতিকে বহুমুখী করা, তেলনির্ভরতা কমানো এবং ধর্মীয় পর্যটন ও অবকাঠামো খাতকে শক্তিশালী করা।
সৌদি সরকার জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ৩০ মিলিয়ন হাজি ও ওমরাহযাত্রী গ্রহণের পরিকল্পনা করেছে। তথ্য অনুযায়ী, শুধু ২০১৯ সালেই সৌদি আরব হজ ও ওমরাহ থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করেছে।
এদিকে, সৌদি ক্যাপিটাল মার্কেট অথরিটি ঘোষণা করেছে যে, মক্কা ও মদিনার পবিত্র এলাকায় অবস্থিত সম্পত্তির মালিক কোম্পানিগুলিতে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে — যা দেশটির বিনিয়োগ পরিবেশ ও অর্থনীতিকে আরও আকর্ষণীয় করে তুলতে এক কৌশলগত পদক্ষেপ বলে বিশ্লেষকরা মনে করছেন।4311042#
 
captcha