বার্তা সংস্থা ইকনা: মোহাম্মাদ (সা.) মিউজিয়াম নির্মাণের জন্য ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট হিকমত সংস্থার তত্ত্বাবধায়ক ও সৌদি মুখপাত্র "নাসির আয-যাহরানী"র একটি চিঠি প্রেরণ করেছেন।
আয-যাহরানী দীর্ঘ ৭ বছর ধরে হযরত মোহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে ৫০০ খণ্ডের এনসাইক্লোপিডিয়া (দায়েরাতুল মায়ারেফ) লিখেছেন। প্রতিটি খণ্ড প্রায় ৫০০ পৃষ্ঠা। তিনি মোহাম্মাদ (সা.) মিউজিয়াম নির্মাণের সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই চিঠির মাধ্যমে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট "নাসির আয-যাহরানী" ব্যক্ত করেছেন, এই প্রকল্প হায়দ্রাবাদে (তেলেঙ্গানা প্রদেশের কেন্দ্রীয় শহর) বাস্তবায়ন করার জন্য সৌদি আরবের দুই জন বিশেষজ্ঞ অতি শীঘ্রই ভারতে ভ্রমণ করবে।
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীও এই প্রস্তাবে সম্মতি প্রদান করেছে এবং এই মিউজিয়াম নির্মাণের জন্য হায়দ্রাবাদে ১০ হাজার বর্গ মিটার জমি অথবা তারও অধিক জমি বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন।
আয-যাহরানী বলেছেন: নিঃসন্দেহে এই মিউজিয়াম অতি আকর্ষণীয় একটি স্থানে পরিণত হবে।
আয-যাহরানী এই মিউজিয়াম নির্মাণের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে গবেষণা কেন্দ্র পরিদর্শনের জন্য তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।
এরপূর্বে হযরত মোহাম্মাদ (সা.) মিউজিয়াম সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে নির্মিত হয়েছে।
Iqna