বার্তা সংস্থা ইকনা: মোহাম্মাদ ইব্রাহীম এই বিবৃতির মাধ্যমে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারী এবং সেদেশের জনগণের নিকট তার পিতার দৃষ্টি রক্ষার্থে সাহায্যের আবেদন জানিয়েছেন।
মোহাম্মাদ ইব্রাহীম এই বিবৃতিতে তার পিতার শারীরিক অবস্থা সম্পর্কের উল্লেখ করেন: আমার পিতা বর্তমানে আবুজা'র (নাইজেরিয়ার একটি শহর) একটি কারাগারে রয়েছে। তার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হচ্ছে। বর্তমানে তার একটি চোখে দেখতে পাচ্ছে না এবং আরেকটি চোখের অবস্থাও খারাপ।
এই বিবৃতিতে তিনি উল্লেখ করেন: পিতার চিকিৎসার জন্য তার ব্যক্তিগত ডাক্তারকে তার নিকটে যাওয়ার অনুমতি দিচ্ছে না। এমনকি তার উকিলের সাথেও দেখা করতে দিচ্ছেন না। এছাড়াও জেলে তার থাকা ও চিকিৎসার খরচও ব্যক্তিগত ভাবে বহন করতে হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
তিনি আরও জানান: আমার পিতার একটি চোখ সম্পূর্ণ রূপে দৃষ্টিহীন হয়ে গিয়েছে এবং অপর একটি চোখে ঝাপসা দেখতে পান। যারা ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রতি বিশ্বাস আমি তাদের নিকট আমার পিতার মুক্তির জন্য আহ্বান জানাচ্ছি।
মোহাম্মাদ ইব্রাহীম বলেন: আমার পিতা দৃষ্টিহীন হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তার শরীরের অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং পক্ষাঘাতে পরিণত হচ্ছে। অতি দ্রুত তার চিকিৎসার প্রয়োজন রয়েছে।
.
iqna