IQNA

দুই বছর পর মিয়ানমারে জনসংখ্যার জরিপে হ্রাস পেয়েছে মুসলিম জনসংখ্যা

16:58 - July 25, 2016
সংবাদ: 2601261
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পূর্ববর্তী সরকার গোপন ভাবে মুসলিম জনসংখ্যা গণনা করেছে। পূর্ববর্তী সরকারে গোপনীয় এই জরিপে বিগত দুই বছরে দেশটিতে মুসলিম সংখ্যার হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিয়ানমার সরকার গত দুই বছর ধরে যে তথ্য গোপন রেখেছিল তা হচ্ছে তাদের নির্যাতনের ফলে মিয়ানমারের মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই গোপন তথ্যটি এ সপ্তাহে প্রকাশ পেয়েছে।
বৌদ্ধদের নির্যাতনের ফলে বহু মুসলমান দেশে ছাড়া হয়েছে এবং অনেকেই জীবন হারিয়েছে। এছাড়াও এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।
আদম শুমারির জরিপে দেখা গেছে মিয়ানমারের মুসলমানরা তাদের দেশ থেকে বহিষ্কৃত হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে ফলে তাদের সংখ্যা কমে যেতে শুরু করেছে।
 
যাদের গণনা করা হয়নি
১৯৮৩ সালে আদম শুমারিতে মিয়ানমারের মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ৪ শতাংশ আর সেই সংখ্যা কমে সাম্প্রতিক শুমারিতে দেখা গেছে তাদের সংখ্যা ২.৫ শতাংশেরও কমে যেয়ে দাঁড়িয়েছে। অবশ্য এর মধ্যে দেশটির পশ্চিম রাখাইন অঞ্চলের ১ মিলিয়ন রোহিঙ্গা মুসলমানদেরকে শামিল করা হয় নি।
মিয়ানমারের জাতি ও ধর্মীয় সুরক্ষা কমিউনিটির নিজস্ব মতামত অনুযায়ী, এই পরিসংখ্যান ভুল। এই কমিটি দাবি করেছে যে, মুসলমানেরা মিয়ানমারকে ইসলামী দেশে পরিণত করতে চাচ্ছে। তাদের দাবি অনুযায়ী, সেদেশে মুসলিম জনসংখ্যা কমপক্ষে ১০ শতাংশ।
iqna


captcha