তিনি বলেন: ইরাকি সেনাদের এই হামলায় সৌদি বংশোদ্ভূত দায়েশের মুফতির সাথে দায়েশের আরও তিন সদস্য নিহত হয়েছে। ৪০ বছরের এই মুফতি দায়েশের সিনিয়র কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে এই দলে যোগ দেয়।
'আল-হাশাদ আল-শোয়বি' নামক ইরাকের স্বেচ্ছাসেবী দল সেদেশের সালাহউদ্দিন প্রদেশের দায়েশের পাশবিক কর্মকাণ্ডের বাধা প্রয়োগ করতে সক্ষম হয়েছে এবং এই দলের হাতে দায়েশের অনেক সদস্য নিহত হয়েছে।