
fanamc.com-এর বরাত দিয়ে ইকনা জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) ইথিওপিয়ায় সৌদি আরবের দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ২০২৫ খ্রিস্টাব্দের (১৪৪৭ হিজরি) তৃতীয় কুরআন ও নববী হাদিস সংরক্ষণ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আয়োজন করে। এতে নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অনুষ্ঠানে বক্তব্যে বলেন, এই প্রতিযোগিতা কুরআন ও নববী সুন্নাহর সেবায় সৌদি আরবের অব্যাহত প্রচেষ্টার অংশ। দেশটি বিশ্বব্যাপী কুরআন ও সুন্নাহর প্রচার ও শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন: কুরআনের ছাপা ও অনুবাদ, দেশীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের সমর্থন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইসলামী শিক্ষা প্রচার— এসব সৌদি আরবের কুরআন সেবার অন্যতম কার্যক্রম।
ইথিওপিয়ার সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের সভাপতির প্রতিনিধি শেখ ইদ্রিস আলী বলেন, এই প্রতিযোগিতা ইথিওপিয়ার স্তরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারীরা এতে অংশ নিয়েছেন।
সৌদি দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে সৌদ আল-মুতাইরি জানান, কুরআনের চারটি শাখায় ৫৪৩ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন এবং নববী হাদিসের চারটি শাখায় ১৮২ জন প্রতিযোগী ছিলেন। শেষ পর্যন্ত ৪৭ জন শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন।
তিনি বলেন, বিজয়ীরা পুরস্কার ও সম্মাননাপত্র লাভ করেছেন। কুরআনের প্রথম শাখার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে উমরাহ যাত্রার টিকিট দেওয়া হয়েছে।
আল-মুতাইরি আরও জানান, এই বার্ষিক প্রতিযোগিতার লক্ষ্য প্রতিযোগীদের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। গতবারের শ্রেষ্ঠরা সৌদি আরবের রাজা আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা এবং আফ্রিকা পর্যায়ের ‘রাজা সালমান’ প্রতিযোগিতায় শীর্ষ স্থান অর্জন করেছেন। 4323524#