আব্দুল্লাহ কোমি বলেন: হেদায়াতের ইমামের কথা বলছি।
ইমাম আরও বললেন, মানুষের পক্ষে এটা বোঝা সম্ভভ নয় যে, তারা যাকে ইমাম হিসাবে নির্বাচন করছে সে কি হেদায়াতকারী নাকি পথভ্রষ্ট অত্যাচারী। ইমাম তাকে প্রশ্ন করলেন: মানুষ যাকে নির্বাচন করবে তার পথভ্রষ্ট ও অত্যাচারী হওয়ার সম্ভবনা আছে কি?
সে বলল: হ্যা সম্ভবনা আছে।
ইমাম তখন বললেন: এটাই হচ্ছে কারণ। কেননা মানুষের পক্ষে প্রকৃত ভাল ও মন্দ বোঝা সম্ভব নয়। আমি সেই কথাটিই যুক্তির সাথে তোমার কাছে তুলে ধরলাম।
قلت: فاخبرنی یا مولای! عن العلة التی تمنع القوم من اختیار امام لانفسهم؛
قال: مصلح او مفسد؟
قلت: مصلح.
قال: فهل یجوز ان تقع خیرتهم علی المفسد بعد ان لا یعلم احد ما یخطر ببال غیره من صلاح او فساد؟
قلت: بلی.
قال: فهی العلة اوردها لک ببرهان ینقاد به عقلک.
সূত্র: কামালূদ্দিন ২য় খণ্ড, পৃ: ১৩৬।
ইকনা