IQNA

কেন মানুষের পক্ষে ইমাম নির্বাচন করা সম্ভব নয়?

23:23 - July 31, 2016
সংবাদ: 2601301
সাদ বিন আব্দুল্লাহ কোমি ইমাম মাহদীর কাছে জিজ্ঞাসা করেন, কেন মানুষের পক্ষে ইমাম নির্বাচন করা সম্ভব নয়। ইমাম মাহদী তার জবাবে বলেন, মানুষের পক্ষে হেদায়াতের ইমাম নির্বাচন করা সম্ভব নয়।
কেন মানুষের পক্ষে ইমাম নির্বাচন করা সম্ভব নয়?
সাদ বিন আব্দুল্লাহ কোমি ইমাম মাহদীর কাছে জিজ্ঞাসা করেন, কেন মানুষের পক্ষে ইমাম নির্বাচন করা সম্ভব নয়? ইমাম বললেন, তুমি কি হেদায়াতের ইমামের কথা বলছ না কি পথভ্রষ্ট ও অত্যাচারি নেতার কথা বলছ?

আব্দুল্লাহ কোমি বলেন: হেদায়াতের ইমামের কথা বলছি।

ইমাম আরও বললেন, মানুষের পক্ষে এটা বোঝা সম্ভভ নয় যে, তারা যাকে ইমাম হিসাবে নির্বাচন করছে সে কি হেদায়াতকারী নাকি পথভ্রষ্ট অত্যাচারী। ইমাম তাকে প্রশ্ন করলেন: মানুষ যাকে নির্বাচন করবে তার পথভ্রষ্ট ও অত্যাচারী হওয়ার সম্ভবনা আছে কি?

সে বলল: হ্যা সম্ভবনা আছে।

ইমাম তখন বললেন: এটাই হচ্ছে কারণ। কেননা মানুষের পক্ষে প্রকৃত ভাল ও মন্দ বোঝা সম্ভব নয়। আমি সেই কথাটিই যুক্তির সাথে তোমার কাছে তুলে ধরলাম।

قلت: فاخبرنی یا مولای! عن العلة التی تمنع القوم من اختیار امام لانفسهم؛

قال: مصلح او مفسد؟

قلت: مصلح.

قال: فهل یجوز ان تقع خیرتهم علی المفسد بعد ان لا یعلم احد ما یخطر ببال غیره من صلاح او فساد؟

قلت: بلی.

قال: فهی العلة اوردها لک ببرهان ینقاد به عقلک.

সূত্র: কামালূদ্দিন ২য় খণ্ড, পৃ: ১৩৬।

ইকনা
ট্যাগ্সসমূহ: ইকনা ، ইমাম ، মাহদী
captcha