IQNA

সন্ত্রাসীদের হাতে আরও ২ শিয়া মুসলমান নিহত

15:07 - August 03, 2016
সংবাদ: 2601321
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশে কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী দুই জন শিয়া মুসলমানের ওপর হামলা করেছে। এই হামলার ফলে ঐ দুই শিয়া মুসলমান নিহত হয়।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: কোয়েটা প্রদেশের উপকণ্ঠে বেলুচিস্তানের কেন্দ্রে ১ম আগস্ট এই হামলার ঘটনা ঘটে।
এএফপি'র সাথে এক সাক্ষাতকারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা 'আব্দুল্লাহ জান আফ্রিদি বলেন: "সশস্ত্র সন্ত্রাসীরা মোটরবাইকে করে দুই শিয়া মুসলমানের পথ রোধ করে এবং তাদের উদ্দেশ্য করে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।"
আফ্রিদি বলেন: নিহত এই দুই শিয়া মুসলমান পাকিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ছিলেন। তারা দু'জনই একটি খনিতে কাজ করতেন।
তিনি বলেন: এ ব্যাপারে আমরা তদন্ত করছি। দৃশ্যত এই হামলা একটি সাম্প্রদায়িকতার হামলা।
পুলিশ বিভাগের সার্জন 'নুর বালুচ' কোয়েটা হাসপাতালে বলেন: সন্ত্রাসীরা নিহত দুই জনের মাথায় উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং মাথায় গুলি লাগার ফলে তারা মৃত্যুবরণ করেন।
পাকিস্তানে ধর্মীয় ও সাম্প্রদায়িক সহিংসতা ফলে বিশেষ করে বিগত এক দশক ধরে সেদেশে শিয়াদের বিরুদ্ধে সুন্নি জঙ্গিরা সহিংসতার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
স্থানীয়রা বলছে, এই হামলা সন্ত্রাসী গোষ্ঠী লস্করে জাহাঙ্গু'র সদস্যরা করেছে। পাকিস্তানে শিয়াদের উপর বারংবার হামলা ফলে সেদেশের ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানও উদ্বেগ প্রকাশ করছে।
এই হামলার পূর্বেও শিয়া মুসলমানদের ওপর হামলার জন্য জাতিসংঘ তীব্র নিন্দা প্রকাশ করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ ইসলামাবাদের সরকারকে বেলুচিস্তান প্রদেশে সংখ্যালঘু শিয়া মুসলমানদের ওপর হামলা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।
কয়েক সপ্তাহে পূর্বে পাকিস্তানের সংখ্যালঘু শিয়া মুসলমানের তাদের ওপর বিভিন্ন ধরণের সন্ত্রাসী  হামলার প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে সেদেশের সরকারের নিকট সন্ত্রাস নিধন এবং শিয়া মুসলমানদের নিরাপত্তার আহ্বান জানান।
iqna



captcha