IQNA

সৌদি সরকার ঐশী শাস্তির মুখে পড়বে: আয়াতুল্লাহ কেরমানি

17:24 - August 05, 2016
সংবাদ: 2601328
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাযের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার ইরানের জনগণের জন্য পবিত্র হজ পালন ও বায়তুল্লাহ তাওয়াফে বাধা সৃষ্টি করছে। এসব তৎপরতার ফলে এরইমধ্যে তারা সারা বিশ্বের সবচেয়ে জালিম শাসক হিসেবে নিজেদের পরিচিত করে তুলেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ কেরমানি বলেন, সৌদি সরকারকে মনে রাখা উচিত তাদের এই অপকর্ম বিশ্বের মুসলমানদের মনে ক্ষোভ সৃষ্টি করবে এবং তারা দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, পবিত্র হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে ইরানের নাগরিকদের বাধা দিলে সৌদি সরকার ঐশী শাস্তির মুখে পড়বে।

জুমার খোতবার অন্য জায়গায় আয়াতুল্লাহ কেরমানি বলেন, "ইরানের যেসব কর্মকর্তা অস্বাভাবিক বেতন নিয়েছেন তাদের উচিত সরকারি সম্পদ ফেরত দেয়া।তিনি এ ধরনের কাজকে পরিষ্কার অনৈসলামিক বলে উল্লেখ করেন।

যেসব কর্মকর্তা এরইমধ্যে অস্বাভাবিক হারে নেয়া বেতনের অর্থ ফেরত দিয়েছেন তাদেরকে আয়াতুল্লাহ কেরমানি ধন্যবাদ জানান।# পার্সটুডে

iqna


captcha