IQNA

সুন্নি শরণার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আয়াতুল্লাহ সিস্তানি + ছবি

15:56 - August 06, 2016
সংবাদ: 2601334
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের খ্যাতিমান মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহ সিস্তানির পক্ষ থেকে ইরাকের সালাহ উদ্দিন প্রদেশে ৮ হাজার সুন্নি শরণার্থীর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ খবর জানিয়েছেন আয়াতুল্লাহ সিস্তানির ত্রাণ বিতরণ বিষয়ক প্রতিনিধি সাইয়্যেদ শাহীদ আল-মুসাভী।


কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: সালাহ উদ্দিন প্রদেশের শারকাত অঞ্চল দীর্ঘ দিন দায়েশের হাতে জিম্মি ছিল। ইরাকের সামরিক বাহিনী দায়েশের হাত থেকে এই অঞ্চল মুক্ত করার পর শারকাতের অধিবাসীরা নিজেদের গৃহে ফেরা শুরু করেছেন। শারকাতের অধিবাসীরা তাদের গৃহে শূন্য হাতে ফিরছেন। আর এসকল অধিবাসীদের যাতে কোন অসুবিধা না হয়, সে কথা চিন্তা করে বিশ্বের খ্যাতিমান মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহ সিস্তানির এসকল শরণার্থীদের মধ্যে ত্রাণ প্রদান করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রাণ সমূহের মধ্যে খাদ্য, পোশাক এবং শিশুদের প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
হেজাজ, বুতায়মা এবং বুআজিল গ্রামের জাবুর গোত্রের লোকেরা ত্রাণ গ্রহণের পর ঘোষণা করেন: শিয়া বিশ্বের বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানি'র প্রতি আমরা চির কৃতজ্ঞ। তারা সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।
আয়াতুল্লাহ সিস্তানির ত্রাণ বিতরণ বিষয়ক প্রতিনিধি সাইয়্যেদ শাহীদ আল-মুসাভী বলেন: তিকরিত শহর এবং আলাম নামক এলাকায় দুই দিন ধরে শরণার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছ।
ইরাকের এই বিশিষ্ট আয়াতুল্লাহ ১২ জুনে প্রদত্ত বক্তৃতায় সেদেশের জনগণকে ঐক্য ও সম্প্রীতির প্রতি আমন্ত্রণ জানিয়েছেন এবং বিভেদকারী শত্রুদের ষড়যন্ত্রের প্রতি সকলকে সতর্ক করে দিয়েছেন।
শিক্ষার্থী এবং ডাক্তারদের সাথে এক সাক্ষাতকারে আয়াতুল্লাহ সিস্তানি বলেন: মসুল, রামদি এবং সালাহ উদ্দিন সহ অন্যান্য শহরে শরণার্থীদের নিকট কোন প্রকার প্রশ্ন করা (তারা শিয়া, নাকি সুন্নি, নাকি অন্য মাজহাবের) ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাদেরকে আশ্রয় দিতে হবে এবং খাদ্য ও অর্থ দান করতে হবে।
তিনি আরও বলেন: ইরাকে শিয়া, সুন্নি, খৃষ্টান এবং অন্যান্য ধর্ম ও মাজহাবের লোকেরা যুগ যুগ ধরে জীবন যাপন করে আসছে।

বিশ্বের খ্যাতিমান মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহ সিস্তানির পক্ষ থেকে ইরাকের সালাহ উদ্দিন প্রদেশে শরণার্থীর মধ্যে ত্রাণ বিতরণের কিছু ছবি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:
iqna

 
বিশ্বের খ্যাতিমান মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহ সিস্তানি
বিশ্বের খ্যাতিমান মারজায়ে তাকলিদ হযরত আয়াতুল্লাহ সিস্তানি
আয়াতুল্লাহ সিস্তানির ত্রাণ বিতরণ বিষয়ক প্রতিনিধি দল
আয়াতুল্লাহ সিস্তানির ত্রাণ বিতরণ বিষয়ক প্রতিনিধি দল


captcha