বার্তা সংস্থা ইকনা: ব্রিটেনের এক মুসলিম নব দম্পতি তাদের মধুচন্দ্রিমায় সফরে সিরিয়ার শিল্পের উপর লিখিত 'সিরিয়া স্পিক্স' বইটি পড়ার কারণে বিমানবন্দরে পুলিশ ঐ মহিলাকে গ্রেফতার করেছে।
ফায়েজা শাহিন নামের এই মহিলাকে ব্রিটেনের এয়ারপোর্টে গ্রেফতার করা হয়েছে। যখন বিমান বালারা পুলিশকে খবর দেয়া যে একজন নতুন বধূ তাদের মধুচন্দ্রিমা সফরে শিল্পের উপর একটি বই পড়ছে তখন পুলিশ ঐ নারীকে গ্রেফতার করা হয়।
ফায়েজা শাহিন নামে ২৭ বছরের এই মুসলিম মহিলা বলেন, আমাদের এই শুভক্ষণে গ্রেফতার করায় আমি বিস্মিত ও অসন্তুষ্ট হয়েছি।
তিনি বলেন, আমি পাসপোর্ট দেখিয়ে যখন ভিতরে ঢুকছিলাম তখন দুই জন পুলিশ আমাকে পাশে ডেকে নিয়ে যায় এবং আরও একবার পাসপোর্ট চেক করে।
কারণ যানতে চাইলে পুলিশ বলে, আমাদেরকে জানানো হয়েছে আপনি সিরিয়ার উপর বই পড়ছিলেন যা আমাদের আইনে নিষিদ্ধ। তখন ঐ মহিলা বলেন, আমি কোনক্রমেই বুঝতে পারছি না যে কিভাবে একটি বই পড়া নিষিদ্ধ হতে পারে।
তার সমর্থকরা বলছেন, এয়ারপোর্ট কর্তৃপক্ষকে তাদের এই বে আইনি কাজের জন্য ক্ষমা চাইতে হবে।
iqna