IQNA

আমেরিকায় যুবকদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

15:10 - August 08, 2016
সংবাদ: 2601347
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মিশিগান প্রদেশের "ডিয়ারবর্ন" শহরে মুসলিম কংগ্রেসের বার্ষিক সম্মেলনের ফাঁকে যুবকদের জন্য ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকায় যুবকদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান
বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতা হেফজ, তিলাওয়াত ও তাফসির বিভাগে অনূর্ধ্ব ১৬ এবং ১৬ ঊর্ধ্বে যুবকদের জন্য অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বে পূর্বে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা ৬ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।

মুসলিম কংগ্রেসের পক্ষ থেকে 'ইমাম মাহদী (আ.); মানবজাতির নিজাতদাতা' শিরোনামে বার্ষিক সম্মেলনের ফাঁকে যুবকদের জন্য ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত শীর্ষক সম্মেলন ৫ আগস্ট শুরু হয়েছে এবং একাধারে ৭ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল।

আমেরিকায় ১২তম মুসলিম কংগ্রেস মুখপাত্র 'হুজ্জাতুল ইসলাম আলী আকবার বাদিয়ী' বলেন: মুসলিম কংগ্রেসে আমেরিকান ও কানাডিয়ান প্রায় ৩ হাজার সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

উক্ত শীর্ষ সম্মেলনে মূল বিষয়বস্তু ছিল শিয়া মুসলমানরা একে অপরের সাথে অধিক পরিচয় এবং বিভিন্ন কর্মশালা যেমন: নামাজ শিক্ষা, জাকাত, পরিবার, ইসলাম, সন্ত্রাসবাদের কুফল এবং আমেরিকার রাজনৈতিক নেতা ও মুসলমান, খৃষ্টান ও ইহুদি ধর্মীয় আলেমগণের বক্তৃতা সহ অন্যান্য প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় চলতি বছরেও আমেরিকায় মুসলিম কংগ্রেসের বার্ষিক সম্মেলন উপলক্ষে ইরানে খ্যাতনামা আলেম আয়াতুল্লাহ জাওয়াদ আমেলী বিশেষ বার্তা প্রেরণ করেছেন। তার বার্তায় তিনি মানবজাতির নিজাতদাতা ইমাম মাহদী (আ.), তাঁর আবির্ভাব, প্রকৃত অপেক্ষাকারীদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। ফার্সি ভাষায় তার বার্তাটি দেখার জন্য এখানে ক্লিক করুন।

iqna


captcha