IQNA

মিসরে শিয়া-সুন্নি ভ্রাতৃত্ব সম্মেলন

5:40 - August 09, 2016
সংবাদ: 2601353
আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসের শেষের দিকে ইসলামি মাযহাবসমূহকে -বিশেষতঃ শিয়া ও সুন্নি মাযহাব- নিকটবর্তী করণ বিষয়ক একটি সম্মেলন আয়োজনের তথ্য দিয়েছেন মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ফেকাহশাস্ত্রের (কম্প্যারেটিভ জুরিসপ্রুডেন্স) শিক্ষক।

মিসরের আল-ইয়াওম আস-সাবে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ফেকাহশাস্ত্রের (কম্প্যারেটিভ জুরিসপ্রুডেন্স) শিক্ষক আহমাদ কারিমাহ এ তথ্য প্রকাশ করে বলেছেন: চলতি মাসের শেষের দিকে মুসলিম ভ্রাতৃত্ব ও মাযহাবসমূহের নিকটবর্তী করণ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আলেমবৃন্দ, মিসরের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আলেমবৃন্দ ছাড়া মিসরের বিভিন্ন শ্রেণীর জনগণ উপস্থিত থাকবেন।

পর্যাপ্ত সুযোগ না থাকায় এ সম্মেলনের জন্য আমরা বিদেশী অতিথিদেরকে আমন্ত্রণ জানানো থেকে বিরত থেকেছি –এ কথা উল্লেখ করে তার সংযোজন: এ সম্মেলনে খ্রিষ্টানদের সাথে ভ্রাতৃত্বসুলভ সম্পর্কের বিষয়টিও পর্যালোচিত হবে।#3520965


captcha