IQNA

জাপানে হালাল পর্যটক সফর শুরু

19:29 - August 11, 2016
সংবাদ: 2601368
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওসাকা শহরের একটি ট্রাভেল এজেন্সি সেদেশে মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: এই ট্রাভেল এজেন্সি মুসলিম পর্যটকদের জন্য জাপানের বিভিন্ন মসজিদে ভ্রমণ, হালাল খাদ্য প্রদান, মুসলমানদের ধর্মীয় চাহিদা পূরণের জন সকল সুযোগ সুবিধা এবং ধর্মীয় স্থান সমূহে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে।
'ইন্টারন্যাশনাল ম্যাকু" নামের এই ট্রাভেল এজেন্সি চীনে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিচ্ছে। টোকিও থেকে তারা তাদের সবচেয়ে আকর্ষণীয় সফর শুরু করবে এবং সেখান থেকে পর্যটকদের ওসাকা, কিয়োটো, নরওয়ে এবং জাপানের অন্যান্য শহরে ভ্রমণ করাবে।
এর মধ্যে একটি মসজিদ পরিদর্শন করাবে, আর সেটি হচ্ছে ওকাসা শহরের মসজিদ। এই মসজিদটি শহরের বসতগৃহ ও দোকানের মধ্যে অবস্থিত। মসজিদের পাশেই একটি হালাল রেস্টুরেন্ট রয়েছে।
গত বছরে জাপানে ২ কোটি বিদেশী পর্যটক ভ্রমণ করেছে। জাপানে মুসলিম পর্যটকের সংখ্যা গত বছর 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
iqna


ট্যাগ্সসমূহ: জাপান ، মুসলিম ، ইকনা ، হালাল ، মসজিদ
captcha