IQNA

অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লেন হিজাবি ইবতেহাজ মোহাম্মাদ

20:06 - August 15, 2016
সংবাদ: 2601389
আন্তর্জাতিক ডেস্ক: রিও ২০১৬ অলিম্পিকে আমেরিকার মহিলা অসিক্রীড়ায় ন্যাশনাল টিমের সদস্যদের ধারাবাহিক ব্যর্থতার পর ১৩ই আগস্ট সেদেশের মুসলিম হিজাবি নারী ইবতেহাজ মোহাম্মাদ সফলতা অর্জন করেছেন।
অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লেন হিজাবি ইবতেহাজ মোহাম্মাদ
বার্তা সংস্থা ইকনা: আমেরিকার মুসলিম হিজাবি নারী ইবতেহাজ মোহাম্মাদ। তিনি এবার রিওতে অনুষ্ঠিত অলিম্পিকে অসিক্রীড়ায় অংশ গ্রহণ করে ব্রোঞ্জ পদক লাভ করেছেন এবং গড়েছেন ইতিহাসও।

আমেরিকার মুসলিম হিসাবি নারী ইবতেহাজ মোহাম্মাদ। রিও ২০১৬ অলিম্পিকে অসিক্রীড়ায় অংশ গ্রহণ করে অসিক্রীড়ক ব্রোঞ্জ পদক লাভ করেছেন।

ইবতেহাজ মোহাম্মাদ ইতালীয় অসিক্রীড়ককে ৪৫-৩০ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করেন এবং আমেরিকা জন্য তিনি রিওতে প্রথম নারী অলিম্পিক পদকজয়ী হয়ে ইতিহাস গড়লেন।

তিনি বলেন: এটা আমার জন্য একটি বড় সফর এবং সংগ্রাম ছিল। আমি এই পদক জেতার জন্য অনেক কষ্ট করেছি; আমি কখনোই এই মুহূর্তকে ভুলতে পারব না।

ইবতেহাজ মোহাম্মাদ বলেন: আমি অলিম্পিকে অংশগ্রহণ করেছি এবং ব্রোঞ্জ পদক লাভ করেছি। এভাবে আমি প্রমাণ করতে পেরেছি যে, ইসলাম শান্তিরধর্ম এবং ইসলামী হিজাব পরে সকল অঙ্গনে অংশগ্রহণ করা সম্ভব।

ইবতেহাজ মোহাম্মাদ মোট পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক অর্জন করেছেন। এছাড়াও তার পরিবারের সাহায্যে একটি গার্মেন্টস চালু করেন এবং তিনি শিক্ষকতাও করেন।

iqna


captcha