প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে। এছাড়া বয়োঃবৃদ্ধ নারী ও গৃহীনীরাসহ ওমানে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকরাও এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
মোট ৪টি বিভাগে (১ম পারা, ১-১৫ পারা এবং ১-২০ পারা এবং সূরা কাহাফ) হেফজ ও তাজবিদ বিষয়ক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রসঙ্গত, প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদ বিজয়ী প্রতিদ্বন্দীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেছে। এছাড়া উভয় বিভাগে অংশগ্রহণকারীদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সনদপত্র প্রদান করা হবে।#3523545