তিনি বলেন: পবিত্র কুরআনে মানুষের জন্য যে সব উপদেশ ও দিকনির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো যদি মানুষ যথাযথভাবে পালন করে তবে নিশ্চিতভাবে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবে। কিন্তু এক্ষেত্রে প্রথমে কুরআনের শিক্ষা সম্পর্কে অবহিত হতে হবে। আর এ অবহিত হওয়ার জন্য কোরআন তেলাওয়াতের শিক্ষা নিতে হবে। তারপর ধীরে ধীরে কুরআনের অর্থ ও তাফসীর সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব হবে।
তিনি সন্তানদের কুরআন শিক্ষা দানের উপর গুরুত্বারোপ করে বলেন: আমাদের সমাজে পিতামাতারা সন্তানকে খুব ভাল স্কুলে ভর্তি করার জন্য উদগ্রীব থাকেন। কিন্তু তার সন্তান ধর্মীয় ও কুরআন শিক্ষা অর্জন করছে কিনা সেদিকে কোন গুরুত্ব নেই। অথচ সন্তানকে ধর্মীয় ও কোরআন শিক্ষা দেয়া প্রত্যেক পিতামাতার উপর ফরজ।