IQNA

'ইয়েমেনের জনগণের সমর্থনে'র আলোকে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন

15:35 - August 22, 2016
সংবাদ: 2601431
আন্তর্জাতিক ডেস্ক: 'ইয়েমেনের জনগণের সমর্থনে'র আলোকে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে ২০ আগস্ট প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: সৌদি আগ্রাসনের মুখে ইয়েমেনের জনগণের প্রতি সমর্থন জানাতে লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী উক্ত প্রদর্শনী ২১শে অক্টোবর শেষে হয়েছে। শনি ও রোববার এ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এর চূড়ান্ত ঘোষণায় সৌদি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে দেশটির শাসকদেরকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

ইয়েমেনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এ সম্মেলনে আরব এবং আরো কয়েকটি দেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মী অংশ নেন। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে- সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার পরও আমরা চুপ করে তা দেখতে পারি না।

ইয়েমেনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে চূড়ান্ত ঘোষণায় আরো বলা হয়েছে-দুদিনের এ সম্মেলন এই সিদ্ধান্ত পৌঁছেছে যে, ইয়েমেনের ওপর সৌদি আরবের চাপিয়ে দেয়া যুদ্ধ অন্যায় ও অনৈতিক।

ইয়েমেনে সৌদি আরবের এই বর্বর আগ্রাসন বন্ধ ও দেশটির জনগণের দুর্ভোগ দূর করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা এবং শক্তিধর দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

iqna

ট্যাগ্সসমূহ: ইয়েমেন ، লন্ডন ، ইকনা ، সৌদি
captcha