ইয়েমেনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এ সম্মেলনে আরব এবং আরো কয়েকটি দেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মী অংশ নেন। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে- সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার পরও আমরা চুপ করে তা দেখতে পারি না।
ইয়েমেনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে চূড়ান্ত ঘোষণায় আরো বলা হয়েছে-দুদিনের এ সম্মেলন এই সিদ্ধান্ত পৌঁছেছে যে, ইয়েমেনের ওপর সৌদি আরবের চাপিয়ে দেয়া যুদ্ধ অন্যায় ও অনৈতিক।
ইয়েমেনে সৌদি আরবের এই বর্বর আগ্রাসন বন্ধ ও দেশটির জনগণের দুর্ভোগ দূর করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা এবং শক্তিধর দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।