IQNA

নাইজেরিয়ায় ‘ইসলামের দৃষ্টিতে নারী’ শীর্ষক সম্মেলন

19:38 - August 22, 2016
সংবাদ: 2601434
রাজনৈতিক ও সামাজিক ডেস্ক: একদিন ব্যাপী ‘ইসলামের দৃষ্টিতে নারী’ শীর্ষক সম্মেলন ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে আবুজায় অনুষ্ঠিত হয়েছে। এতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কে মুসলিম নারীদের আদর্শ হিসেবে স্মরণ করেছেন বক্তারা।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘ইসলামের দৃষ্টিতে নারী’ শীর্ষক সম্মেলন ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগে ১ দিন ব্যাপী গতকাল (রোববার, ২১ আগস্ট) আবুজায় অনুষ্ঠিত হয়েছে।

আবুজা বিশ্ববিদ্যালয়ের ইসলামি ছাত্র সংঘের সদস্যদের উপস্থিতিতে আবুজা সেন্ট্রাল মসজিদের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর ইরানের ডেপ্যুটি কাউন্সেলর সাঈদ উম্মিদি ইরানে নারীদের বর্তমান অবস্থার উপর আলোকপাত করেন।

তিনি বলেন: তাদের কিশোরীদের সাথে তাকফিরি সন্ত্রাসীদের অমানবিক আচরণের তিক্ত অভিজ্ঞতা যে দেশটির জনগণের রয়েছে এমন একটি দেশে এ ধরনের সম্মেলনের আয়োজন অত্যন্ত জরুরী।

তার সংযোজন: আমরা আশাবাদি যে, অপহৃত ঐ সকল কিশোরীরা দ্রুতই সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পাবে।#3524669

captcha