IQNA

ইরাকে কিরকুক শহরে হামলার দায় স্বীকার করল দায়েশ

0:19 - August 23, 2016
সংবাদ: 2601438
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক শহরের 'ইমাম জাফর সাদিক (আ.) নামক হুসাইনিয়াতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
বার্তা সংস্থা ইকনা: রবিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে শিয়া অধ্যুষিত 'আল ওয়াসাতী' এলাকায় 'ইমাম জাফর সাদিক (আ.) হুসাইনিয়া'তে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

রবিবার সন্ধ্যায় এক ব্যক্তি নিজের শরীরে বোমা বেধে ইমাম জাফর সাদিক (আ.) হুসাইনিয়ার প্রবেশ পথে বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়।

আত্মঘাতী হামলার সাথে সাথে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলের সকল সড়ক চলাচল বন্ধ করে দেয়। বাগদাদের ২৫০ কিলোমিটার উত্তর অবস্থিত কিরকুক শহর। এরপূর্বেও সন্ত্রাসীরা এই শহরে সাধারণ জনগণ এবং নিরাপত্তা কর্মীদের লক্ষ করে প্রাণঘাতী হামলা চালিয়েছে।

iqna

captcha