IQNA

‘আল-হুদা’ পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে

17:15 - August 23, 2016
সংবাদ: 2601441
আন্তর্জাতিক ডেস্ক: আল-হুদা পত্রিকার ২৮তম সংখ্যা ইরাকে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইরাকে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আল-হুদা পত্রিকার ২৮তম সংখ্যা প্রকাশিত হয়েছে।

‘ইমাম আলী (আ.) এর জীবনী থেকে শিক্ষা’, ‘মুসলিম বিশ্বে ভ্রাতৃত্ব স্থাপনের পন্থা’ এবং ‘ইমাম খোমেনি (রহ.) এর দৃষ্টিতে দর্শন’ ইত্যাদি লেখা স্থান পেয়েছে।

এছাড়া পত্রিকার অপর অংশে ‘সংস্কার কর্মকাণ্ডে আয়াতুল্লাহ শহীদ মুতাহহারি’র ভূমিকা’, ‘শহীদ মুহাম্মাদ বাকের সাদরের দৃষ্টিতে ইসলামি ফেকাহ’য় পরিবর্তনশীল ও অপরিবর্তনশীল বিষয়াদি’সহ অন্যান্য গুরুত্বপূর্ণ লেখা হুদা’র এবারের সংখ্যায় স্থান পেয়েছে।#3524882

captcha