‘ইমাম আলী (আ.) এর জীবনী থেকে শিক্ষা’, ‘মুসলিম বিশ্বে ভ্রাতৃত্ব স্থাপনের পন্থা’ এবং ‘ইমাম খোমেনি (রহ.) এর দৃষ্টিতে দর্শন’ ইত্যাদি লেখা স্থান পেয়েছে।
এছাড়া পত্রিকার অপর অংশে ‘সংস্কার কর্মকাণ্ডে আয়াতুল্লাহ শহীদ মুতাহহারি’র ভূমিকা’, ‘শহীদ মুহাম্মাদ বাকের সাদরের দৃষ্টিতে ইসলামি ফেকাহ’য় পরিবর্তনশীল ও অপরিবর্তনশীল বিষয়াদি’সহ অন্যান্য গুরুত্বপূর্ণ লেখা হুদা’র এবারের সংখ্যায় স্থান পেয়েছে।#3524882