IQNA

আমেরিকার কেন্টাকিতে সহস্রাধিক কুরআন বিতরণ

0:12 - August 25, 2016
সংবাদ: 2601451
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার "কেন্টাকি" প্রদেশে অনুষ্ঠিত বার্ষিক প্রদর্শনীতে মুসলিম যুবকরা পরিদর্শকদের মধ্যে ইংরেজিতে অনুদিত পবিত্র কুরআনের সহস্রাধিক কপি বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন।।
আমেরিকার কেন্টাকিতে সহস্রাধিক কুরআন বিতরণ
বার্তা সংস্থা ইকনা: "কেন্টাকি"কে উক্ত বার্ষিক প্রদর্শনী ১৮ আগস্ট শুরু হয়েছে এবং একাধারে ২৮ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
ইসলাম সম্পর্কে সঠিক ধারণা এবং অধিক জ্ঞান অর্জনের জন্য প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ করা হচ্ছে।
এই প্রকল্পের দায়িত্বশীল ঈসা উডস বলেন: এ ধরণের প্রকল্পের জন্য অধিকাংশ মানুষ স্বাগত জানিয়েছেন। পবিত্র কুরআনের শিক্ষা বিস্তারের জন্য ইংরেজিতে অনুদিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করা হচ্ছে। কারণ, অনেকেরই পবিত্র কুরআন সম্পর্কে কোন ধারণা নেই; এমনকি তারা তাদের জীবনে কোন দিনই একজন মুসলমানের সাথে সাক্ষাত করে নি।
ঈসা আরও বলেন: উক্ত প্রদর্শনীতে ৫ হাজার কুরআন আনা হয়েছে এবং এপর্যন্ত ২ হাজার কপি বিতরণ করা হয়েছে।
উক্ত বার্ষিক প্রদর্শনী প্রদর্শনকালে আমেরিকান প্রবীণ সৈনিক 'মাইক অ্যাশলি' বলেন: 'কুরআনে কি লেখা রয়েছে তা জানার জন্য আমি একটি কপি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটি অতি উত্তম যে, ইসলাম ধর্ম সম্পর্কে মানুষদের অবগত করার জন্য এই ঐশী গ্রন্থ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
iqna


captcha