বার্তা সংস্থা ‘ক্বাফে’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: মাইসানের বিশিষ্ট ক্বারি ‘হিসাম আত-তাহানে’র তেলাওয়াতের মাধ্যমে এ মাহফিলের গোড়াপত্তন হয়। এতে ‘মাজরুল কাবির’ শহরের উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
মাহফিলের অবকাশে কুরআনিক সংস্কৃতির প্রয়োজনীয়তার বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিসান প্রদেশে কুরআন বিষয়ক তৎপরতা বৃদ্ধির পথে বিদ্যমান বাধার বিষয়ে আলোচনা করেন মুহাম্মাদ শাহাম আব্বাস।
মাইসানের আরেক সনামধন্য ক্বারি ‘জালাল আল-বাহাদেলি’র তেলাওয়াতের মাধ্যমে সমাপ্ত হয় এ মাহফিল।
প্রসঙ্গত, ‘মাজরুল কাবির’ শহরের কুরআন মাহফিল প্রতি সপ্তাহে মাইসান প্রদেশের বিশিষ্ট ক্বারিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। পাশাপাশি এর অবকাশে কুরআনিক তৎপরতা বিস্তারের বিষয়েও আলোচনা-পর্যালোচনা হয়ে থাকে।#3525377