IQNA

ফ্রান্সে ‘আল্লাহু আকবার’ বলায় ৬ মাস কারাদণ্ড

19:51 - September 08, 2016
সংবাদ: 2601537
স্পিকার মারফত নিজের বোটের উপর থেকে আল্লাহু আকবার ধ্বনী উচ্চরণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাস কারাদণ্ড এবং ৫ হাজার ইউরো জরিমানা করেছে ফ্রান্সের বন্দর নগরি মারসেইয়ে’র ক্রিমিনাল আদালত।

শাফাকানা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি আজ (বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর) সকালে লিখেছে, গত জুলাই মাসের শেষের দিকে মারসেইয়ের পূর্বাঞ্চলীয় কাসি শহরে নিজের বোটের উপর থেকে স্পিকার ব্যবহার করে আল্লাহু আকবার ধ্বনী উচ্চারণ করেন অভিযুক্ত ঐ ব্যক্তি। তিনি তার পাশে থাকা ব্যক্তিদেরকে এর মাধ্যমে ভয় দেখান বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অবশ্য, ইতিপূর্বে মারসেইয়ের প্রসিকিউটর ঐ ব্যক্তির জন্য ১ বছরের কারাদণ্ড এবং ১৫০০ ইউরো জরিমানা’র আবেদন জানিয়েছিল।#3528829


captcha