IQNA

হাজি হলেন সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত

0:07 - September 15, 2016
সংবাদ: 2601571
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ইসলামধর্ম গ্রহণ করার পর স্বস্ত্রীকে নিয়ে হজ পালন করেছেন। সাইমুন কুলিজ সৌদি আরবে নিযুক্ত প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত, যিনি তার কর্মরত অবস্থায় হজ পালন করেছে।আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ইসলামধর্ম গ্রহণ করার পর স্বস্ত্রীকে নিয়ে হজ পালন করেছেন। সাইমুন কুলিজ সৌদি আরবে নিযুক্ত প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত, যিনি তার কর্মরত অবস্থায় হজ পালন করেছে।
হাজি হলেন সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবে ২০১৫ সালে ব্রিটিশ রাষ্ট্রদূত নিযুক্ত হন সাইমুন কুলিজ। কিছু দিন পূর্বে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন।

সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমুন কুলিজ তার স্ত্রী হুদা মাজরাকশসহ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর মক্কায় হজ্জ পালন করেছেন।

ব্রিটিশ রাষ্ট্রদূতের স্ত্রী হুদা তার টুইটারে নিজের ও তার স্বামীর ইহরাম পরা ছবি পোষ্ট করে লিখেছেন, সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ইসলামধর্ম গ্রহণ করার পর হজ পালন করেছেন।

সাইমুনের পাঁচটি সন্তান রয়েছে। তিনি দেরী ১৯৭৮ সালে আরবি ভাষায় তার শিক্ষা শেষ করার পর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি তার কূটনৈতিক কর্মজীবন বাহরাইনে শুরু করেন এবং তারপর কাতার, ইরাক ও সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়।

এর পাশাপাশি তিনি ওমান, নয়াদিল্লী এবং বসরাতেও তার দায়িত্ব পালন করেন। তিনি জানুয়ারি ২০১৫ সালের শেষের দিকে, সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ লাভ করেন।

iqna

ট্যাগ্সসমূহ: হাজি ، সৌদি ، ব্রিটিশ ، ইকনা
captcha