IQNA

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা : ৪০ জন হতাহত

20:40 - September 17, 2016
সংবাদ: 2601587
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়েছে, খবর রয়টার্সের।

শাফাকানা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, জুমআর নামাযের সময় আত্মঘাতী এক ব্যক্তি আফগান সীমান্তবর্তী পাকিস্তানের মাহমান্দ এলাকার একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ হামলায় ১৬ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

পাকিস্তানের মাহমান্দ এলাকার উর্ধ্বতন কর্মকর্তা ‘নাভেদ আকবার’ জানান: আত্মঘাতী ব্যক্তি আল্লাহু আকবার বলে ঐ এলাকার জনবহুল একটি মসজিদে নিজের সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

অপর এক পাকিস্তানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, আত্মঘাতী এ হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছে।#3530537

captcha