IQNA

কাযেমাইনে আহলে বায়েতের (আ.) দুই নক্ষত্রের মাযারের মিনারসমূহ উন্মোচন + ছবি

15:32 - September 21, 2016
সংবাদ: 2601610
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কাযেমাইনে আহলে বায়েতের (আ.) সপ্তম নক্ষত্র ইমাম মুসা কাযিম (আ.) এবং নবম নক্ষত্র ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.)-এর পবিত্র মাযারের মিনারসমূহ গতকাল (২০ সেপ্টেম্বর) উন্মোচন করা হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: মিনারসমূহ উন্মোচন অনুষ্ঠানে ইমাম মুসা কাযিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.)-এর পবিত্র মাযারের পরিচালক "জামাল আব্দুর রাসুল আল-দাবাঘ", যিয়ারত কমিটির কর্মকর্তা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত সহ অন্যান্য যিয়ারতকারীগণ উপস্থিত ছিলেন।

বাগদাদের অদূরে কযিমাইন শহরে উক্ত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় এবং পরবর্তীতে ইমাম মুসা কাযিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.)-এর পবিত্র মাযারের পরিচালক এবং ইরাকে অবস্থিত ইরানের যিয়ারত কমিটির প্রধান "হাসান পিলারিক" বক্তৃতা পেশ করেন। এছাড়াও আহলে বায়েতের শানে গজল ও তাওয়াশি পাঠ করা হয়।

iqna



captcha