বাগদাদের অদূরে কযিমাইন শহরে উক্ত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় এবং পরবর্তীতে ইমাম মুসা কাযিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.)-এর পবিত্র মাযারের পরিচালক এবং ইরাকে অবস্থিত ইরানের যিয়ারত কমিটির প্রধান "হাসান পিলারিক" বক্তৃতা পেশ করেন। এছাড়াও আহলে বায়েতের শানে গজল ও তাওয়াশি পাঠ করা হয়।