বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে মাহদী সায়াদ অংশগ্রহণ করেছেন।
ইরানে জাতীয় কুরআন প্রতিযোগিতায় মাহদী সায়াদ সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থানের অধিকারী হয়েছেন। এজন্য তাকে এই প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে। রাশিয়ায় সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আগামী ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
ইরানী প্রতিনিধি মাহদী সায়াদ ১৯৮১ সালে সেদেশের হামাদান প্রদেশের লারিজান শহরে জন্মগ্রহণ করেন। ইরানের বিশিষ্ট ক্বারি আহমাদ আবুল কাসেমের নিকট তিনি কুরআন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
মাহদী সায়াদ ২০১৩ সাল থেকে ইরানের জাতীয় কুরআন কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন। এর পূর্বে তিনি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা প্রতিবছর রাশিয়ার মুফতি কাউন্সিলের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
iqna